খুলনা | শনিবার | ২৭ ডিসেম্বর ২০২৫ | ১৩ পৌষ ১৪৩২

অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

খবর প্রতিবেদন |
০৫:০৭ পি.এম | ২৭ ডিসেম্বর ২০২৫

 

অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে নয় বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় ভোলা সরকারি স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’ উদ্বোধন করার সময় এ কথা জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোটের প্রচারণার লক্ষ্যে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে ভোলায় এ ভোটের গাড়ি যাত্রা শুরু করলো।

উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন দিয়ে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা চলে যাব, এটাই আমাদের লক্ষ্য ছিল। আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই এমন একটি নির্বাচন হোক, যেখানে মানুষ তার ইচ্ছে মতো ভোট দিতে পারবে। এ অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে নয়। এবার আপামর জনগণের দায়িত্ব দুটো— একটা হচ্ছে তাদের মতামত দেয়া, কী কী পরিবর্তন তারা চান অথবা চান না; আরেকটি হচ্ছে জনপ্রতিনিধি নির্বাচন করা।’

তিনি বলেন, ‘দেশ স্বাভাবিক লাইন থেকে অনেকটা সরে গিয়েছে, সেটাকে আবার যথাযথ স্থানে নিয়ে আসা আমাদের মূল লক্ষ্য ছিল। পাশাপাশি আবার যেন কেউ এসে আপনাদের অধিকার থেকে বঞ্চিত করতে না পারে— এ ধরনের একটি পরিবেশ সৃষ্টির জন্য সরকার এতদিন কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘ভোটের এ গাড়িটি একটা সিম্বলিক বিষয়। এটা আপনাদের স্মরণ করিয়ে দেবে, আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। এটা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ।

উল্লেখ্য, এমন ১০টি ভোটের গাড়ি পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে প্রচারণা কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন আয়োজকরা।