খুলনা | রবিবার | ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৩ পৌষ ১৪৩২

মশাল মিছিল ও আমরণ অনশন

নড়াইল-২ আসনে বিএনপি’র মনিরুল ইসলামের মনোনয়ন পুর্নবহালের দাবি

নড়াইল প্রতিনিধি |
১১:৫৫ পি.এম | ২৭ ডিসেম্বর ২০২৫


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নড়াইল-২ আসনে মনোনয়নপ্রাপ্ত ও পরবর্তীতে প্রত্যাহারকৃত জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের মনোনয়ন পুর্নবহালের দাবিতে মশাল মিছিল ও আমরন অনশনের কর্মসুচি পালন করছে দলীয় নেতাকর্মীদের একাংশ। শনিবার সন্ধ্যায় নড়াইল শহরে এই মশাল মিছিল এবং সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এছাড়া ২৬ তারিখ সন্ধ্যা থেকে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে অবস্থান নিয়ে মহিলা দলের একাংশ আমরণ অনশন কর্মসুচি ঘোষণা করেন। 
উলে­খ্য এ মাসের ৪ তারিখে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামকে প্রাথমিকভাবে মনোনয়ন প্রদান করেন দলটি। পরে এ মাসের ২৪ তারিখ সাধারন সম্পাদক মনিরুল ইসলামের নাম প্রত্যাহার করে বিএনপি জোটের শরিক এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদকে ধানের শীষের প্রার্থী হিসাবে মনোনয়ন প্রদান করে। এই ঘটনার প্রতিবাদে এবং জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের মনোনয়ন পুর্নবহালের দাবিতে এই কর্মসূচি পালিত হয়। এ সময় জেলা নড়াইল সদর উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সাধারন সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপি সভাপতি তেলায়েত হোসেন, সাধারন স¤পাদক খন্দকার ফসিয়ার রহমানসহ জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই দাবিতে আগামীকাল বিকাল সাড়ে ৩ টায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।