খুলনা | রবিবার | ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৩ পৌষ ১৪৩২

খানজাহান আলী থানা বিএনপি নেতা জিয়াউর রহমানের মাতার ইন্তেকাল

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:২৪ এ.এম | ২৮ ডিসেম্বর ২০২৫


নগরীর খানজাহান আলী থানা বিএনপি’র সদস্য শেখ জিয়াউর রহমানের মাতা রহিমা বেগম (৬৯) শুক্রবার রাত পৌনে ১২টায় গিলাতলা দক্ষিনপাড়া নিজ বাড়িতে ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল শনিবার বাদ জোহর গিলাতলা দক্ষিনপাড়া গাফফার ফুড মোড়ে জানাজা শেষে গিলাতলা কেডিএ আবাসিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
জানাজায় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ও ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির সভাপতি মীর কায়সেদ আলী, নগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান এসএ রহমান বাবুল, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, আটরা-গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আবুস সালাম, ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইকবাল হোসেন মিজান, আটরা-গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, রফিকুল ইসলাম শুকুর, শেখ আনোয়ার হোসেন, ইউপি সদস্য হাফেজ মোঃ গোলাম মোস্তফা, বিএনপি নেতা মিনা মুরাদ হোসেন, রফিকুল ইসলাম মাষ্টার, ফরহাদ হোসেন, মোল্লা লোকমান হোসেন, লিমন মোল্লা, যুবদল নেতা মোল্লা সোলায়মান, শাহরিয়ার খান মাসুম, ইফতেখায়রুল ইসলাম বাপ্পি, আবুল কালাম, মোঃ পলাশ, মনিরুল ইসলাম গাজী, খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম বিল্লাহ, যুগ্ম-আহবায়ক ইমরান মোল্লা, থানা ছাত্রদলের সচস্য সচিব মোঃ সিয়াম হোসেন, সাংবাদিক শেখ বদরউদ্দিন, সাইফুল্লাহ তারেক, মশরুজ্জামান সাবু,  খানজাহান আলী কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল্লাহ তাজিম, আটরা গিলাতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মঞ্জুরুল ইমাম, সদস্য সচিব আলমগীর হোসেন, মোঃ ইসহাক সরদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযায় ইমামতি করেন মরহুমের ভাগ্নে হাফেজ মোঃ সাদিকুর রহমান।