খুলনা | রবিবার | ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৩ পৌষ ১৪৩২

গার্ল গাইডস্ এসোসিয়েশনের ৪৫তম জাতীয় পরিষদ অধিবেশনের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
১২:২৫ এ.এম | ২৮ ডিসেম্বর ২০২৫


বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের ৪৫তম জাতীয় পরিষদ অধিবেশন শনিবার সকাল ১০টায় অধিবেশনের উদ্বোধন করা হয়। এ অধিবেশন শনিবার শুরু হয়েছে, চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। 
উক্ত অনুষ্ঠানে সম্মানীত অতিথির বক্তৃতা করেন খুলনা  মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা,  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ যুগ্ম-সচিব রোকসানা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা।
পুলিশ কমিশনার তার বক্তব্যে গার্ল গাইডের স¤প্রসারণের বিষয়ে যতটুকু সম্ভব আশ্বাস প্রদান ও সুন্দরবন ভ্রমণের বিষয়েও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কমিশনার ও প্রশিক্ষণ কমিশনার কাজী জেবুন্নেছা বেগম অধিবেশনের উদ্বোধন ও অধিবেশনে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের স্বাগত বক্তৃতা করেন খুলনা অঞ্চলের আঞ্চলিক কমিশনার চাঁদ সুলতানা, শুভেচ্ছা বক্তৃতা করেন ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ। ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) ধন্যবাদ জ্ঞাপন করেন সাবিনা ফেরদৌস ।
জাতীয় কার্য নির্বাহী কমিটি সদস্য, আঞ্চলিক কমিশনার, জেলা কমিশনার, গাইড সদস্য, গাইডার, রেঞ্জার ও কর্মকর্তা-কর্মচারীসহ ৩৫০ জন উপস্থিত ছিলেন।