খুলনা | রবিবার | ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৩ পৌষ ১৪৩২

গোপালগঞ্জে আ’লীগের ১৭ নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

গোপালগঞ্জ প্রতিনিধি |
১২:২৮ এ.এম | ২৮ ডিসেম্বর ২০২৫


গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষনা দিয়ে ১৭ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপি’র কার্যালয়ে বসে পিঞ্জুরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনের নেতৃত্বে এই ১৭ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
বিএনপিতে যোগদান করা বাকিরা হলেন আবুল কাসেম, রাজিব শেখ, জাহাঙ্গীর শেখ, সদানন্দ বৈদ্য, স্বপন বৈদ্য, শ্রীনাথ বৈদ্য, সুশান্ত বৈদ্য, নীলকন্ঠ দেড়রী, ধলু বৈদ্য, লায়েক শেখ, শাহিন শেখ, জসিম শেখ, রফিক শেখ, রসুল শেখ, খোকন শেখ, ও হাবি শেখ।
এ সময় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, বিএনপি’র সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা মানিক হাওলাদার, কাজী অমিত, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি। উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দের সঙ্গে একত্রিত হয়ে এস এম জিলানীর হাতকে শক্তিশালী করার জন্য মাঠে কাজ করবো।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, শনিবার যারা আমাদের দলে যোগদান করেছেন আমরা তাদেরকে সানন্দে গ্রহণ করেছি। উপজেলায় অনেক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করবে বলে আমরা আশা করছি।