খুলনা | সোমবার | ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৪ পৌষ ১৪৩২

সাতক্ষীরায় জামায়াতের চার প্রার্থীসহ পাঁচ জনের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৩৬ পি.এম | ২৮ ডিসেম্বর ২০২৫


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে প্রতিদ্ব›িদ্বতা করার লক্ষে জামায়াত ইসলামীর চার প্রার্থী ও বিএনপি’র একজনসহ মোট পাঁচ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। উৎসব মুখর পরিবেশে রোববার বিকাল সাড়ে ৪টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ্ আফরোজ আখতার-এর কাছে মনোনয়নপত্র জমা দেন জামায়েত ইসলামীর চার প্রার্থী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা অর্ণব দত্তের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী।
মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জামাতায়েত অধ্যক্ষ ইজ্জত উল­াহ, সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালিগঞ্জ) আসনে মুহাদ্দিস রবিউল বাশার ও সাতক্ষীরা -৪ (শ্যামনগর) আসনে গাজী নজরুল ইসলাম। এসময় জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ইসলামি আন্দোলন সাতক্ষীরা জেলা আমীর, জামায়াতের জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডাঃ মাহমুদুল হক, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারি সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সুবহান মুকুল, এড. আজিজুল ইসলাম, শহর আমীর জাহিদুল ইসলাম, সদর আমীর মাওলানা মোশারফ হোসেন, কালিগঞ্জ আমীর মোহাম্মদ আলী, আশাশুনি আমীর তারিকুজ্জামান তুশার, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া সাতক্ষীরা-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী মোঃ আব্দুর রউফ। এ সময় জেলা যুবদলের সাবেক সেক্রেটারি নাসিম ফারুক খান মিঠু, দৈনিক যুগের বার্তা সম্পাদক আ.ন.ম আবু সাঈদ সহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
সাতক্ষীরা -২ আসনের জামায়াত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, আমি আল­াহর উপর পূর্ণ আস্থা রেখে এবং জনগণের উপর আস্থা রেখে বলছি ইনশাল­াহ আগামী নির্বাচনে আমি বিজয়ী হবো। তিনি বলেন, উন্নয়নের দিক দিয়ে সাতক্ষীরা জেলা বরাবরই অবহেলিত, বিশেষ করে এই জেলার যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। এছাড়া সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে মাদকের অপব্যবহার ব্যাপক হারে বেড়ে গেছে। আল­াহ চাইলে যদি সুযোগ পাই আমরা এসব বিষয়গুলো মাথায় রাখবো। 
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ্ আফরোজা আখতার বলেন নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রতিদ্ব›দ্বী বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের সাথে আলাপ করেছি। নির্বাচন কমিশন কর্তৃক যেসব বিধি নিষেধ দেয়া হয়েছে সেগুলোকে মেনে চলার জন্য প্রার্থীদেরবকে বলা হয়েছে। আগামী ১২ ফেব্র“য়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন আমরা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে চাই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই লক্ষে নিরলসভাবে কাজ করছে।