খুলনা | সোমবার | ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৪ পৌষ ১৪৩২

ভালো অনুশীলন বিনিময়ের জন্য মিডিয়া সম্মেলন

খবর বিজ্ঞপ্তি |
১২:১৬ এ.এম | ২৯ ডিসেম্বর ২০২৫


খুলনায় আঞ্চলিক পর্যায়ে ভালো অনুশীলন বিনিময়ের জন্য মিডিয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় খুলনার সিএসএস আভা সেন্টারের হল রুমে এ সন্মেলন অনুষ্ঠিত হয়। টিয়ারফান্ড এবং এডুকো বাংলাদেশ-এর অর্থায়নে ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে সন্মেলনে অভিযোজন কৌশল এর অনুশীলন তুলে ধরেন ‘জলবায়ু পরিবর্তনের প্রতিক‚ল প্রভাবের সাথে চ্যালেঞ্জের সম্মুখীন দুর্বল মানুষের মোকাবিলা করার ক্ষমতা জোরদার করা (স্কোপ)” প্রকল্পের পদ্মপুকুর ইউনিয়নের শুক্কুরি রাণী মন্ডল ও স্বপ্না রাণী মন্ডল। 
শুক্কুরি রাণী বলেন, আমাদের এলাকায় জলবায়ু পরিবর্তনের ফলে লোনা আর লোনা। গরু, ছাগল, হাঁস, মুরগি মারা যাচ্ছে। তাই পরিবেশের সাথে খাপ খাওয়ায়ে নিতে স্কোপ প্রকল্প থেকে আর্থিক সহযোগিতা নিয়ে দুইটি ভেঁড়া ক্রয় করে পালন করা শুরু করি। এক বছরের মধ্যে আমার এখন ভেঁডার সংখ্যা ৭টি। ইতিমধ্যে একটি ভেড়া বিক্রি করে সেই টাকার লভ্যাংশ দিয়ে বাড়িতে অর্ণানিক পর্যায়ে সবজি চাষ শুরু করেছি। অনেক ভালো ফলন হয়েছে। আমাদে দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছে।
স্বপ্না রাণী মন্ডল বলেন, এক সময় অন্যের কাপড় সেলাই করে চলতে হতো। স্কোপ প্রকল্প থেকে আর্থিক সহযোগিতা পেয়ে নিজেই বাজার থেকে কাপড় ক্রয় করে ব্যবসা শুরু করে লাভবান হচ্ছি। বাড়িতে বালতি ও বস্তা পদ্ধতিতে সবজি চাষ শুরু করেছি। পরিবারের চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করে থাকি। ছেলে-মেয়েরা স্কুলে যাচ্ছে। স্কোপ আমার জীবনের স্কোপ তৈরি করে দিয়েছে।
শুক্কুরি রাণী ও স্বপ্না রাণী আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ বন্ধ  করা সম্ভব নয়, তবে প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ঝুঁকির হার ও মাত্রা কমাতে পারে। টিয়ারফান্ড ও  এডুকো বাংলাদেশ এবং বিন্দু নারী উন্নয়ন সংগঠন আমাদের শিখিয়েছে কিভাবে বিভিন্ন চ্যালেঞ্জ যেমন লবণাক্ততা, জলাবদ্ধতা, মাটির ক্ষয় এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে কিভাবে পরিবেশের সাথে টিকে থাকতে হয়। 
আমাদের সি-ডি-ডব্লিউ-জি নামে ৩০ জনের একটা দল আছে। প্রতিমাসে মিটিং করে এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে থাকি। পরবর্তীতে সে গুলো স্থানীয় চেয়ারম্যান ও সরকারি প্রতিনিধিদের কাছে তুলে ধরায় অনেক সমস্যার সমাধান পেয়েছি। ইতিমধ্যে ৫টি সাইক্লোন শেল্টার সোলার ও সুরক্ষা কর্ণার, দুইটা ছোট্ট ভেড়িবাঁধ সংস্কারসহ বিভিন্ন কাজ আমাদের তথ্যের ভিত্তিতে সম্পন্ন হয়েছে। 
এ সময় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে শুক্কুরি রাণী ও স্বপ্না রাণী সাংবাদিকদের প্রশ্নের উত্তর প্রদান করেন। স্কোপ প্রকল্প নিয়ে সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া।  
বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ডিআরআর শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় এসময় খুলনা প্রেসক্লাবের আহŸায়ক এনামুল হক, সদস্য সচিব রফিকুল ইসলাম টুটুলসহ ২৪ জন সাংবাদিক  বিভিন্ন এনজিও সংগঠনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।