খুলনা | সোমবার | ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৫ পৌষ ১৪৩২

ভারতে বান্ধবীর জন্মদিনের পার্টিতে গিয়ে মবের শিকার দুই মুসলিম তরুণ

খবর প্রতিবেদন |
০১:০৩ এ.এম | ২৯ ডিসেম্বর ২০২৫


ভারতের উত্তর প্রদেশের বেরিলিতে একটি ক্যাফেতে বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে ধর্মীয় উগ্রবাদীদের মারধরের শিকার হয়েছেন দুই মুসলিম তরুণ। ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে তাঁদের ব্যাপক মারধর করে বজরং দলের সদস্যরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও নিগৃহীত দুই তরুণকেই আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় নার্সিংয়ের এক ছাত্রী ওই ক্যাফেতে নিজের জন্মদিনের পার্টির আয়োজন করেন। সেখানে তিনি তাঁর ৯ জন বন্ধুকে আমন্ত্রণ জানান, যাদের মধ্যে দু’জন ছিলেন মুসলিম। পার্টির চলাকালীন হঠাৎ বজরং দলের একদল সদস্য স্লোগান দিতে দিতে ক্যাফেতে ঢুকে পড়ে এবং লাভ জিহাদের অভিযোগ তুলে ওই দুই মুসলিম শিক্ষার্থীকে মারধর শুরু করে। এ সময় জন্মদিনের আয়োজক তরুণী বারবার বিষয়টি বোঝানোর চেষ্টা করেন এবং জানান যে তাঁরা সবাই সহপাঠী। কিন্তু উগ্রবাদীরা কোনো কথা না শুনে হামলা চালিয়ে যায়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বজরং দলের সদস্যদের আশ্বস্ত করা হয় যে, লাভ জিহাদের অভিযোগটি তদন্ত করে দেখা হবে।
পরবর্তীতে পুলিশ দুই মুসলিম তরুণ এবং ক্যাফের দুই কর্মচারীকে আটক করে থানায় নিয়ে যায়। পাশাপাশি নারী শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে এনে তাঁদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে বেরিলির জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আশুতোষ শিবম বলেন, ‘একটি ক্যাফেতে জন্মদিনের পার্টি চলছিল, যেখানে ছয়জন তরুণী ও চারজন তরুণ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে দু’জন মুসলিম ছিলেন। পার্টির সময় একটি হিন্দু সংগঠনের সদস্যরা ক্যাফেতে ঢুকে ওই দুই তরুণের বিরুদ্ধে লাভ জিহাদের অভিযোগ তোলে এবং ধস্তাধস্তি হয়। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে।’