খুলনা | সোমবার | ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৪ পৌষ ১৪৩২

পবিত্র কোরআনের বাণী স্মরণ করে আল্লাহর নির্দেশনা প্রার্থনা এনসিপি নেত্রী ডাঃ মিতুর

খবর প্রতিবেদন |
০১:২৩ এ.এম | ২৯ ডিসেম্বর ২০২৫


নির্বাচনে জোটবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার নতুন সিদ্ধান্তে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভেতরে চলছে অস্থিরতা। শীর্ষস্থানীয় নেত্রী তাসনিম জারাসহ কয়েকজন ইতিমধ্যে দলত্যাগ করেছেন। কেউ কেউ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগদানের বিরোধিতা করলেও চূড়ান্ত সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এমন এক পরিস্থিতিতে পবিত্র কোরআনের আয়াত স্মরণ করে মহান আল্লাহর সাহায্য কামনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-মুখ্য সংগঠক ডাঃ মাহমুদা মিতু।
রোববার তার ভেরিফায়েড ফেসবুক এ্যাকাউন্টে মিতু লিখেন, ‘নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন। তিনি আমাকে পথ দেখাবেন।’
বাক্যটি হলো কোরআনের সূরা আশ-শু’আরা-এর ৬২ নম্বর আয়াতের একটি অংশ, যা হজরত মুসা (আঃ) ফিরাউনের সাথে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সময় বলেছিলেন, যখন তার সম্প্রদায় ভয় পেয়েছিল। এটি আল্লাহর প্রতি অটল বিশ্বাস এবং ভরসার একটি শক্তিশালী উক্তি, যা যে কোনো কঠিন পরিস্থিতিতে পথ প্রদর্শনের আশ্বাস দেয়।