খুলনা | সোমবার | ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৫ পৌষ ১৪৩২

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত আমির

খবর প্রতিবেদন |
০৩:২৪ পি.এম | ২৯ ডিসেম্বর ২০২৫


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার (২৯ ডিসেম্বর) তার পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

এহসানুল মাহবুব জুবায়ের জানান, দেশের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে দৃঢ় করতে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি বলেন, আমরা সবসময় জনগণের ভোটাধিকারকে সম্মান করি। এই নির্বাচনে জনগণের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অংশগ্রহণ করা আমাদের দায়বদ্ধতা।

এর আগে এই একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি থেকে মনোনীত সম্ভাব্য প্রার্থী ঢাকা মহানগরের যুবদলের নেতা শফিকুল ইসলাম খান মিল্টন।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা ১৩ ও ১৫ এর রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।