খুলনা | সোমবার | ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৫ পৌষ ১৪৩২

বাগেরহাট-৩ আসনে ড. ফরিদের মনোনয়নপত্র দাখিল

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি |
০৪:৩৩ পি.এম | ২৯ ডিসেম্বর ২০২৫


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষের মনোনীত প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তিনি রামপাল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা তামান্না ফেরদৌসের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যদি নিরপেক্ষভাবে ভোট দেওয়ার সুযোগ পায়, তবে বাগেরহাট-৩ আসনে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে—এ বিষয়ে আমরা দৃঢ়ভাবে আশাবাদী।

নির্বাচন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে আগামী ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি।

এ সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আবু হোসেন ফনি, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।