খুলনা | সোমবার | ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৫ পৌষ ১৪৩২

যদি রাস্তায় কাগজ বা ময়লা পড়ে থাকে আমরা সরিয়ে দেবো: তারেক রহমান

খবর প্রতিবেদন |
০৪:৪৫ পি.এম | ২৯ ডিসেম্বর ২০২৫

 

সড়কে পড়ে থাকা কাগজ বা ময়লা সরিয়ে, ছোট ছোট কাজের মাধ্যমে দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দাঁড়িয়ে সড়কে থাকা নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, আজকে যেহেতু আমাদের এখানে কোনা কর্মসূচি নেই, আমরা যদি এখন রাস্তা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হবে। যেহেতু আজকে আমাদের কর্মসূচি নেই সেজন্য যত দ্রুত সম্ভব রাস্তা খুলে দেয়ার চেষ্টা করি।

তিনি আরও বলেন, যখন কর্মসূচি দিবো তখন আপনাদের সামনে বক্তব্য দিবো। যার পক্ষে যতটুকু সম্ভব দেশের জন্য সচেষ্ট হই। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা পড়ে থাকে সেটা আমরা সরিয়ে দেবো। আসুন, এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলি। এখন আমি সবাইকে অনুরোধ করবো দ্রুত আমরা রাস্তাটা খালি করে দেই, যেন সাধারণ মানুষ চলাচল করতে পারে।

এদিন বিকেল সাড়ে ৩টায় দীর্ঘ দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। এসময় দলের নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এদিকে তারেক রহমানের আগমন ঘিরে নয়াপল্টনে দলীয় কার্যালয় ও এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়।

এর আগে রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে যান তারেক রহমান। গুলশান কার্যালয়ে তার ছিল প্রথম আগমন। এক-এগারোর রাজনৈতিক পট-পরিবর্তনের পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এই কার্যালয় খোলা হয়।

প্রায় দেড় যুগের নির্বাসনের পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় লাখ লাখ নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ মানুষের অভূতপূর্ব জমায়েত হয়। ঢাকার পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় সংবর্ধনা দেয়া হয়। সারা দেশ থেকে লাখ লাখ নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।