খুলনা | সোমবার | ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৫ পৌষ ১৪৩২

খুলনা-২ আসনের শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালা

তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা শিক্ষার্থীদের কাছে পৌঁছে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক |
০৪:৫৮ পি.এম | ২৯ ডিসেম্বর ২০২৫


খুলনা-২ আসনের শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা সমূহের ছাত্রদল নেতৃবৃন্দদের সাথে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা খুলনা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সকাল ১১ টায় দলীয় কার্যালয় খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা অন্তর্গত দশটি কলেজ সমূহের নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় দায়িত্বপ্রাপ্ত নেতা হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহবায়ক এবং ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম।  

প্রশিক্ষণ কর্মশালাকালে তিনি বলেন, স্বদেশ প্রত্যাবর্তন করে কৃতজ্ঞতা প্রকাশকালে জাতির উদ্দেশ্যে তিনি তার পরিকল্পনার কথা তুলে ধরেছেন। সেই পরিকল্পনা হলো- দেশ পুনর্গঠন এবং নাগরিক অধিকার নিশ্চিতকরণে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, খতিব ইমাম-মুয়াজ্জিন সাহেবগণের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়ন, নদী-খাল-বিল ও পরিবেশ রক্ষা, আনন্দময় শিক্ষা, দক্ষ জনশক্তি ও আধুনিক বাংলাদেশ, ক্রীড়া উন্নয়নের পরিকল্পনা। এই পরিকল্পনার কথাগুলি ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছে তুলে ধরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  ধানের শীষের চূড়ান্ত বিজয় তুলে আনতে হবে।

এ সময়ে খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, খুলনা আযম খান সরকারি কমার্স কলেজ, সুন্দরবন আদর্শ কলেজ, আলিয়া মাদ্রাসা, কমার্শিয়াল কলেজ, আহসানুল্লাহ কলেজ, হাজী আব্দুল মালেক, বয়রা ইসলামিয়া কলেজ, আহসানুল্লাহ কলেজ,পাইওনিয়ার মহিলা কলেজ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিকেলের অধিবেশনে খুলনার সদর থানা ও সোনাডাঙা থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।