খুলনা | সোমবার | ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৫ পৌষ ১৪৩২

আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি, নেতাকর্মীদের তারেক রহমান

খবর প্রতিবেদন |
০৬:১১ পি.এম | ২৯ ডিসেম্বর ২০২৫


দীর্ঘ প্রায় ১৯ বছর পর দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আমাদের যার যতটুকু অবস্থান আছে, সেখান থেকে আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলার বেলকনিতে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বক্তব্য দেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দুপুরের আগে থেকে নেতাকর্মীদের ঢল নামে নয়াপল্টনে। পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। এতে সামনের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে মানুষের দু্র্ভোগ বাড়ে। নেতাকর্মীদের চাপে তারেক রহমানের গাড়িবহরও কার্যালয়ের সামনে পৌঁছাতে অনেক সময় লাগে।

নেতাকর্মীদের উদ্দেশে মাইকে তারেক রহমান বলেন, আজ এখানে কোনো অনুষ্ঠান নেই। রাস্তা বন্ধ রাখলে সাধারণ মানুষের চলাফেরায় অসুবিধা হবে। তাই আমরা চেষ্টা করব রাস্তাটি যত দ্রুত সম্ভব খুলে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে যখন কর্মসূচি দেব—তখন বক্তব্য রাখব। সকলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি ও দোয়া করি যে সবাই সুস্থ ও ভালো থাকেন। আমাদের যার যতটুকু অবস্থান আছে, সেখান থেকে আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।

তিনি আরও বলেন, কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা পড়ে থাকে সেটা আমরা সরিয়ে দেবো। আসুন, এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলি। এখন আমি সবাইকে অনুরোধ করবো দ্রুত আমরা রাস্তাটা খালি করে দেই, যেন সাধারণ মানুষ চলাচল করতে পারে।

এদিন তারেক রহমান সেখানে তার জন্য প্রস্তুত করা রুমে কিছু সময় বসেন। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেন।

নয়াপল্টনের উদ্দেশে বেলা ৩টায় তারেক রহমান গুলশান এভিনিউর বাসভবন থেকে রওনা হন। বিকেল ৪টার দিকে তিনি কার্যালয়ে পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান।

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম-মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, বিএনপি নেতা আব্দুল লতিফ জনি, আব্দুস সাত্তার পাটোয়ারীসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা এবং কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে তারেক রহমানের দেশে ফেরার আলোচনার পর থেকেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় সাজানো গোছানোর কাজ করেন সংশ্লিষ্টরা। তার জন্য ভবনের দ্বিতীয় তলায় নির্ধারিত রুমও নতুন করে সাজানো হয়।

১৭ বছর পর গত বৃহস্পতিবার দেশে ফিরেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকে নির্ধারিত কর্মসূচি শেষে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের এবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় এলেন তিনি।