খুলনা | মঙ্গলবার | ৩০ ডিসেম্বর ২০২৫ | ১৫ পৌষ ১৪৩২

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী রাসেলের মনোনয়নপত্র দাখিল

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি |
১১:৪৬ পি.এম | ২৯ ডিসেম্বর ২০২৫


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-ঝিনাইদহ সদর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক ওবায়দুল হক রাসেল। সোমবার দুপুর ১২টার দিকে তিনি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
ওবায়দুল হক রাসেল একজন প্রতিষ্ঠিত শিল্প উদ্যোক্তা। তিনি দেশ-বিদেশে বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন। স্থানীয়ভাবে শিল্পায়নে তাঁর উলে­খযোগ্য অবদান রয়েছে। কালীগঞ্জ উপজেলায় তিনি এমাস ফুডওয়্যার নামে একটি জুতা কারখানাসহ কয়েকটি শিল্প কারখানা গড়ে তুলেছেন, যেখানে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল হক রাসেল বলেন, আমি সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আজ মনোনয়নপত্র জমা দিয়েছি। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে, সেগুলোর বাস্তবসম্মত সমাধান করতেই আমি নির্বাচনে এসেছি। রাজনীতি আমার কাছে ক্ষমতার হাতিয়ার নয়, বরং মানুষের সেবা করার একটি মাধ্যম। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় অনেকেই মনে করছেন, শিল্পায়ন ও কর্মসংস্থানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওবায়দুল হক রাসেল নির্বাচিত হলে ঝিনাইদহ-৪ আসনে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।