খুলনা | মঙ্গলবার | ৩০ ডিসেম্বর ২০২৫ | ১৫ পৌষ ১৪৩২

পাইকগাছা উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সভা

পাইকগাছা প্রতিনিধি |
১১:৫০ পি.এম | ২৯ ডিসেম্বর ২০২৫


পাইকগাছা উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সভা সোমবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা অ্যাওসেড এর অলটার প্রকল্পের আওতায় ফোরামের গুরুত্বপূর্ণ এ সভায় প্রাক্তণ অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অ্যাওসেড প্রতিনিধি শংকর রঞ্জন বিশ্বাস, সালাউদ্দিন অপু, ফোরামের শেখ সাদেকুজ্জামান, অখিল কুমার মন্ডল, সাংবাদিক এন ইসলাম সাগর, সুভাষ মন্ডল, শ্যামাপদ মন্ডল, আব্দুল­াহ আল মামুন, শাহিদা আক্তার, স্মিতা মন্ডল, নুরুন্নাহার পারভীন, শেখ জুলি, রেজাউল করিম, এ্যাওসেড এর মানিক বসু, শুভঙ্কর বিশ্বাস, জীবিতেশ মন্ডল, চিত্তরঞ্জন মন্ডল, নাসরিন নাহার ও সুপ্রিয়া মন্ডল। সভায় ২০১৬ সালে ফোরামের কার্যক্রম সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্তগৃহীত হয়।