খুলনা | মঙ্গলবার | ৩০ ডিসেম্বর ২০২৫ | ১৫ পৌষ ১৪৩২

খুলনা-৪ আসনে মনোনয়ন জমার পূর্বে ইসলামী আন্দোলন মহাসচিবের দোয়া

খবর বিজ্ঞপ্তি |
১২:৩১ এ.এম | ৩০ ডিসেম্বর ২০২৫


মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে খুলনা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ। সোমবার  সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আ স ম জামসেদ খোন্দকারের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। এছাড়া খুলনা-১ আসনে মাওঃ আবু সাঈদ, খুলনা-৫ আসনে মাওলানা মুজিবুর রহমান এবং খুলনা-৬ আসনে হাফেজ আসাদুল­াহ আল গালীব মনোনয়ন ফরম জমা দেন। মনোনয়নপত্র জমার পূর্বে সকলেই দোয়া করেন।
এসময়ে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাওলানা আব্দুল­াহ ইমরান, সেক্রেটারী এসএম রেজাউল করিম সরদার, রূপসা উপজেলা সভাপতি মোঃ ইউসুফ আলী, আশরাফুল ইসলাম বিশ্বাস, মাওলানা হারুন অর রশিদ, নুরুল হুদা সাজু, জাফর সাদিক, মুফতি আজিজুর রহমান সোহেল, মোঃ জাহিদুল ইসলাম, মাওলানা মাসুম বিল­াহ, মুফতি ফয়জুল­াহ ,আখতারউজ্জামান ,ফরহাদ মোল­াহ, শফিকুল ইসলাম, মাওলানা উমার আলী, মোঃ ওলিউর রহমান, শফিক‚ল ইসলাম, শাকীল আহমাদ রাসেল, ওসমান করিম আবু দাউদ, আবু হোসেন, মুফতি হেলাল উদ্দীন শিকারী, ইকরামুল হক ও আকরাম আলী প্রমুখ।