খুলনা | মঙ্গলবার | ৩০ ডিসেম্বর ২০২৫ | ১৫ পৌষ ১৪৩২

নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্প্রিং আইন অনুষদের ভর্তি পরীক্ষা

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৩ এ.এম | ৩০ ডিসেম্বর ২০২৫


উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির  স্প্রিং-২০২৬ আইন অনুষদের ভর্তি পরীক্ষা। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা মোড়স্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে ঘন্টাব্যাপী এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় ১০০জন শিক্ষার্থী। তবে ইউনিভার্সিটিতে আইন অনুষদে আসন সংখ্যা রয়েছে ৭৫টি। এদিকে ভর্তি পরীক্ষা চলাকালীন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার পরীক্ষার হল পরিদর্শন করেন।
এ সময়ে তার সাথে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ও ইউনিভার্সিটির ভর্তি কমিটির আহŸায়ক ফারজানা আক্তার, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডীন হাসিবুল হোসেন সুমন, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমানসহ ভর্তি পরীক্ষায় দায়িত্বরত শিক্ষকবৃন্দ।  উলে­খ্য, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির যাত্রা ২০১২ সালের থেকে  শুরু হলেও একাডেমিক শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০১৩ সালে। আর এই ২০১৩ সাল থেকেই আইন অনুষদেরও যাত্রা শুরু। তবে আইন অনুষদের ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু হয় ২০২৪ সাল থেকে।