খুলনা | মঙ্গলবার | ৩০ ডিসেম্বর ২০২৫ | ১৫ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার অবস্থার আরও অবনতি, মায়ের পাশে স্ত্রীসহ তারেক রহমান

খবর প্রতিবেদন |
০১:০৮ এ.এম | ৩০ ডিসেম্বর ২০২৫


নানা শারীরিক জটিলতা নিয়ে লম্বা সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১১টার পর তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের আইসিইউ কনসালট্যান্ট ডা. জাফর ইকবাল এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, লাইফ সাপোর্টে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি অত্যন্ত সংকটপূর্ণ অবস্থায় আছেন।

ডা. জাফর ইকবাল বলেন, বিএনপি চেয়ারপারসনকে নিয়মিত ডায়লাসিস দেওয়া হচ্ছে। ডায়ালাসিস বন্ধ হলেই শারীরিক অবস্থার বেশ অবনতি হচ্ছে। স্বাস্থ্যের অনেক জটিলতা থাকায় বয়সের কারণে একসঙ্গে সব চিকিৎসা দেওয়াও সম্ভব হচ্ছে না। হার সিচুয়েশন ইজ ক্রিটিক্যালি ইল (তার অবস্থা গুরুতর)। নাও রিয়েলি বেড শেপ (এখন তার অবস্থা খুবই খারাপ)।’

তিনি আরও জানান, অসুস্থ মায়ের পাশে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

রাত ১০টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাসপাতালে আসেন।

এর আগে, সোমবার সকালে হাসপাতালে যান খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। পরে কন্যা জাইমা রহমান আসেন ছোটচাচী শামিলা রহমানকে সাথে করে। চিকিৎসকরা বলছেন, এখনও কোনো ইতিবাচক সংবাদ নেই খালেদা জিয়ার ব্যাপারে। গেল দুই সপ্তাহ ধরে একই অবস্থায় রয়েছেন তিনি।

এদিকে খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতাল এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্যদের পাশাপাশি বিএনপি’র চেয়ারপারসনের নিজস্ব সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। হাসপাতালের প্রধান ফটক কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে।