খুলনা | বৃহস্পতিবার | ০১ জানুয়ারী ২০২৬ | ১৭ পৌষ ১৪৩২

ডুমুরিয়ায় সাংবাদিক সালামের শাশুড়ির ইন্তেকাল : শোক

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:৪২ পি.এম | ৩১ ডিসেম্বর ২০২৫


দৈনিক সময়ের খবর পত্রিকার ডুমুরিয়ায় প্রতিনিধি শেখ আব্দুস সালামের শাশুড়ি ফতেমা বেগম (৫৮) অসুস্থতাজনিত কারণে সোমবার সন্ধ্যায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্নালিল­াহি ওয়ান্না ইলাহি রাজিউন) আমরা তো আল­াহ আল­াহর কাছে ফিরে যাবো। মঙ্গলবার বেলা ১১টায় জানাজা শেষে পাইকগাছার গদারডাঙ্গা গ্রামের নিজ পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। তিনি ১ পুত্র, ৪ কন্যা, স্বামী, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। 
তার অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়ার সিনিয়র সাংবাদিক এম এ এরশাদ, জিএম আব্দুস ছালাম, কাজি আবদুল­াহ, আনোয়ার হোসেন আকুঞ্জি, এস এম জাহাঙ্গীর আলম, এম রুহোল আমিন, আব্দুল লতিফ মোড়ল, সুব্রত ফৌজদার, শেখ মাহতাব হোসেন, অরুণ দেবনাথ, বিলায়েত হোসেন, গৌতম রাহা, সিরাজুল ইসলাম, এস রফিক, মাহবুব রহমান, সুজিত মলি­ক, শেখ এলিন, সাব্বির খান ডালিম, গাজী আব্দুল কুদ্দুস, আক্তারুজ্জামান লিটন, শেখ আব্দুল মজিদ, জিএম ফিরোজ, জাহিদুর রহমান বিপ্লব, জাহাঙ্গীর আলম মুকুল, সুমন বহ্ম, গাজী মাসুম প্রমুখ।