খুলনা | বৃহস্পতিবার | ০১ জানুয়ারী ২০২৬ | ১৭ পৌষ ১৪৩২

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তালা উপজেলা বিএনপি’র শোক

তালা প্রতিনিধি |
১১:৪৩ পি.এম | ৩১ ডিসেম্বর ২০২৫


দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, আত্মার শান্তি ও পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তালা উপজেলা বিএনপি। এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ উলে­খ করেন বেগম খালেদা জিয়া গণতন্ত্র, জাতীয়তাবাদ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এক অদম্য প্রতীক। দেশের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তার নেতৃত্বে ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। তার মৃত্যু একটি রাজনৈতিক দলের নয় বরং সমগ্র জাতির জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। এই মহিয়সী রাজনীতিবিদের মৃত্যুতে দেশবাসী গভীর ভাবে শোকাহত। 
বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা-১ আসনের এমপি প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় নেতা মোঃ হাবিবুল ইসলাম হাবিব, সাবেক বিএনপি নেতা মৃণাল কান্তি রায়, উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, অধ্যাপক মোশাররফ হোসেন, যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম-আহবায়ক সাইদুর রহমানসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।