খুলনা | বৃহস্পতিবার | ০১ জানুয়ারী ২০২৬ | ১৭ পৌষ ১৪৩২

নড়াইলে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি |
১১:৪৩ পি.এম | ৩১ ডিসেম্বর ২০২৫


নয়াইলে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ কুড়িরডোব মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাধারণ কর্মী সমর্থকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন নড়াইল জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা এড. ইকবাল হোসেন শিকদার, সদর উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, আইনজীবী সমিতির সভাপতি এড. তারিকুজ্জামান লিটু, সৈয়দ তাকিউর রহমান প্রমুখ। বক্তারা বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদানসহ দেশ মাটি রক্ষায় তার অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জানাজা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া ৩ দিনের রাষ্ট্রীয় শোকসহ বাংলাদেশ বিএনপি ঘোষিত সাত দিনের শোক কর্মসূচি পালিত হচ্ছে। রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে সকালে বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। চৌরাস্তায় অবস্থিত বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ ও শোক বই খোলা হয়েছে।