খুলনা | বৃহস্পতিবার | ০১ জানুয়ারী ২০২৬ | ১৭ পৌষ ১৪৩২

সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের বদলিকৃত সহকারি প্রধান শিক্ষককে যোগদানে বাধা প্রদান!

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৪৬ পি.এম | ৩১ ডিসেম্বর ২০২৫


সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দীন কর্তৃক সহকারী প্রধান শিক্ষক চলতি দায়িত্বপ্রাপ্ত কবির হোসেন আকনকে কর্মস্থলে যোগদানে বাধা প্রদানের অভিযোগ উঠেছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক যোগদানের জন্য গত ২৯ ও ৩০ ডিসেম্বর পরপর দুই দিন কবির হোসেন আকন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দীন ও তার অনুসারীরা তাকে যোগদানে বাধা প্রদান করেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অমান্য করে সরকারি প্রধান শিক্ষক চলতি দায়িত্বপ্রাপ্তকে যোগদানে বাধা প্রদান করার পাশাপাশি ওই শিক্ষককে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র এবং নানাভাবে হয়রানি করা হচ্ছে। 
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ৩৭.০০.০০০০.০৭১.১২.০২১.২৫-৫০১ নম্বর স্মারকের প্রজ্ঞাপনমূলে তালিকার ক্রমিক নং ১২, পিডিএস আইডি ২০১৬৭০২৯৮৫ মোঃ কবির হোসেন আকনকে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়। জ্যেষ্ঠতা অনুযায়ী কবির হোসেন আকন বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দীনের চেয়ে তিন দিনের সিনিয়র। বিধি মোতাবেক কবির হোসেন আকন যোগদান করলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব তার উপর বর্তাবে। শুধুমাত্র দুর্নীতি ও ক্ষমতা হারানোর ভয়ে মোঃ আলাউদ্দীন গত ২৯ ও ৩০ ডিসেম্বর জ্যৈষ্ঠ এই শিক্ষককে বিদ্যালয়ে যোগদানে বাধা প্রদানসহ চরমভাবে হেনস্তা করছে। 
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দীন তার কিছু সহযোগী ও বহিরাগত সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যালয়ে লুটপাটের অভয়ারণ্যে পরিণত করেছেন। তার অনিয়ম দুর্নীতি ঢাকতে এবং ক্ষমতা হারানোর ভয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অমান্য করে ওই শিক্ষককে যোগদানে বাধা প্রদান করে বিদ্যালয়ের সরকারি বেসরকারি ফান্ড থেকে তড়িঘড়ি করে বিপুল অর্থ তছরূপ করছেন। শীতকালে ফ্যান ক্রয় করাসহ বিভিন্ন মালামাল ক্রয়ের বিল ভাউচার করছে। যে কারণে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অসন্তোষ ও চরম উত্তেজনা বিরাজ করছে। 
এ বিষয়ে যোগদান করতে আসা কবির হোসেন আকন জানান, আমি শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নিয়ে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করতে এসেছিলাম। কিন্তু ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাকে যোগদান করতে বাধাসহ বিভিন্নভাবে হয়রানি করছে। আমি যোগদান করার আগেই মোঃ আলাউদ্দীন আমাকে পরিকল্পিতভাবে চরিত্রহননের হীন প্রচেষ্টা চালানোর জন্য বিদ্যালয়ে তার অনুসারী কিছু শিক্ষক ও অভিভাবককে নিয়ে জেলা প্রশাসকের নিকট অভিযোগ করেছে যেন আমি এই বিদ্যালয়ে যোগদান করতে না পারি। আমার প্রশ্ন আমি এই বিদ্যালয়ে যোগদান করতে এসেছি তা তো অভিভাবকদের জানার কথা নয়। কিন্তু তিনি ক্ষমতা হারানোর ভয়ে এবং তার অপকর্ম ঢাকতে আমাকে যোগদানে বাধা প্রদান করছেন।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবির জানান শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী তিনি অবশ্যই ওই বিদ্যালয়ে যোগদান করবেন। তাকে বাঁধা দানে আমাদের কোন এখতিয়ার নেই। 
এ বিষয়ে জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেন, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কয়েকজন অভিভাবককে নিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে কিছু অভিযোগ নিয়ে তাকে যোগদানে বাঁধা প্রদানের জন্য আবেদন করেছেন। আমি শিক্ষা মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছি। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।