খুলনা | শুক্রবার | ০২ জানুয়ারী ২০২৬ | ১৮ পৌষ ১৪৩২

ফুলতলায় মুহাম্মদ (সাঃ) জামিয়াতুল সুন্নাহ মাদ্রাসার উদ্বোধন ও দোয়া

ফুলতলা প্রতিনিধি |
১১:৪৯ পি.এম | ০১ জানুয়ারী ২০২৬


ফুলতলার গাড়াখোলায় মুহাম্মদ (সাঃ) জামিয়াতুল সুন্নাহ মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা চত্বরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার দাতা সদস্য সাবেক ইউপি সদস্য গাজী আলমগীর হোসেন, তৈয়েবুর রহমান, মাদ্রাসার সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান গাজী, সহ-সভাপতি মোশারেফ হোসেন গাজী, মোঃ দেলোয়ার হোসেন গাজী, সেক্রেটারী সিনিয়র শিক্ষক আজাদ হোসেন গাজী, সদস্য আতাউর রহমান গাজী, মুহাতাসিম সাব্বির হুসাইন, গাড়াখোলা হাই স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাসসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ। উদ্বোধনী দিনে ৫৪ শিক্ষার্থী নিয়ে ক্লাস শুরু করা হয়।