খুলনা | শুক্রবার | ০২ জানুয়ারী ২০২৬ | ১৮ পৌষ ১৪৩২

অবশেষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কবির হোসেনের যোগদান

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৪৯ পি.এম | ০১ জানুয়ারী ২০২৬


সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মোঃ কবির হোসেন আকন আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। বিদ্যালয়ে যোগদানের পরই তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছেন।বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দীন শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযাযয়ি মোঃ কবির হোসেন আকনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন এবং ফুল দিয়ে তাকে বরণ করে নেন।
উলে­খ্য গত ২৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক  প্রজ্ঞাপনে মোঃ কবির হোসেন আকনকে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) পদে পদন করা হয়।  শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক যোগদানের জন্য গত ২৯ ও ৩০ ডিসেম্বর পরপর দুই দিন কবির হোসেন আকন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গেলে বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃআলাউদ্দীন ও তার অনুসারীরা তাকে যোগদানে বাধা প্রদান করেন। অবশেষে বৃহস্পতিবার কবির হোসেন আকনকে বিদ্যালয়ে যোগদানের সুযোগ দিয়ে তার কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। দায়িত্বভার হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (দিবা) অহিদা সুলতানা, সহকারি প্রধান শিক্ষক (প্রভাতী) শফিউল ইসলাম, সিনিয়র শিক্ষক মোস্তফা মনিরুজ্জামান, সিনিয়র শিক্ষক মোঃ হাবিবুল­াহ, সহকারী শিক্ষক মোঃ খোরশেদ আলম, মো. মমতাজ হোসেন, মোঃ রবিউল ইসলাম, দীপা সিন্ধু তরফদার, সোনিয়া সুলতানা, মোঃ তাজুর হোসেন, মোঃ মনিরুজ্জামান, মোঃ হেদায়েতুল­াহসহ শিক্ষকরা।