খুলনা | শুক্রবার | ০২ জানুয়ারী ২০২৬ | ১৮ পৌষ ১৪৩২

মোরেলগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটিতে মাসুম সভাপতি, বাপ্পা সম্পাদক

মোরেলগঞ্জ প্রতিনিধি |
১১:৫০ পি.এম | ০১ জানুয়ারী ২০২৬


বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মশিউর রহমান মাসুম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জামাল হোসেন বাপ্পা। বৃহস্পতিবার  নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক সভাপতি ও নির্বাচন কমিশনার এইচ এম মইনুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক গনেশ পাল। 
এর আগে ৩১ ডিসেম্বর সন্ধ্যায় প্রেসক্লাবে এক সভায় প্রধান নির্বাচন কমিশনার সাবেক সভাপতি এইচ এম মইনুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন। নবগঠিত এ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান নিয়াজ, অর্থ ও দপ্তর সম্পাদক শেফালী আক্তার রাখি, কার্যনির্বাহী সদস্য এইচ এম মইনুল ইসলাম ও মেহেদী হাসান লিপন।