খুলনা | শনিবার | ০৩ জানুয়ারী ২০২৬ | ১৯ পৌষ ১৪৩২

খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত ১

নিজস্ব প্রতিবেদক |
১১:৫৪ পি.এম | ০২ জানুয়ারী ২০২৬

 

খুলনা জেলার রূপসা উপজেলার রাজাপুর বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন (৪২) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে রাজাপুর বাজার এলাকায় অবস্থানকালে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা হঠাৎ ফারুক হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম আল-বিরুনী জানান, শুক্রবার রাত পৌনে ১১টার দিকে রূপসা থানার রাজাপুর বাজার এলাকায় এক ব্যক্তিকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। আহত ব্যক্তির নাম ফারুক হোসেন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা সংকটাপন্ন।