খুলনা | শনিবার | ০৩ জানুয়ারী ২০২৬ | ১৯ পৌষ ১৪৩২

বিএনপি নেতা সাচ্চু’র বোনের ইন্তেকাল, শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:১৯ এ.এম | ০৩ জানুয়ারী ২০২৬


খুলনা মহানগর বিএনপি’র উপদেষ্টামন্ডলীর সাবেক সদস্য জাফরউল্লাহ খান সাচ্চু’র বোন আতিকা ইসলাম (মেম) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)।
বৃহস্পতিবার রাত পৌণে ১০টার দিকে ঝিনাইদহে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।  
জাফরউল্লাহ খান সাচ্চু’র বোনের ইন্তেকালে গভীর শোক, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জলিল খান কালাম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।