খুলনা | শনিবার | ০৩ জানুয়ারী ২০২৬ | ১৯ পৌষ ১৪৩২

সিএসএস স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর মৃত্যুবার্ষিকী উদযাপন

খবর বিজ্ঞপ্তি |
১২:২০ এ.এম | ০৩ জানুয়ারী ২০২৬


দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষের একান্তস প্রাণের মানুষ সিএসএস’র প্রতিষ্ঠাতা স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সী’র ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে নগরীর সিএসএস’র উদ্যোগে আভা সেন্টারে স্মরণ সভার আয়োজন করা হয়। এসভায় সিএসএস প্রধান কার্যালয়, হেলথ্ সেক্টর, এডুকেশন সেক্টর, ইডিএস সেক্টর ও আভা সেন্টারের সকল পর্যায়ের কর্মীগণ উপস্থিত ছিলেন।
সিএসএস’র নির্বাহী পরিচালক রেভারেন্ড মার্ক মুন্সী’র প্রার্থনা ও শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে স্মরণ সভা আরম্ভ হয়। স্মরণ সভায় সিএসএস স্থপতির জীবনী পাঠ, আরাধনা, স্মৃতিচারণ ও পবিত্র গ্রন্থ থেকে আলোচনা করা হয়। পরবর্তীতে সিএসএস স্থপতির সমাধিতে পরিবার ও সকল কর্মীদের পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এই স্মরণ সভার সমাপ্তি ঘটে। এছাড়া সিএসএস এর স্থপতি রেভারেন্ড পল মুন্সী’র ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিক্ষা, স্বাস্থ্য, ও ইডিএস সেক্টরের সকল অফিস/ব্রাঞ্চে যথাযোগ্য মর্যাদায় সিএসএস-এর স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সী’র স্মরণ সভার আয়োজন করা হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারও প্রধান কার্যালয়, আভা সেন্টার, শিক্ষা সেক্টর ও স্বাস্থ্য সেক্টর হতে গরীব, দুঃখী, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।