খুলনা | শনিবার | ০৩ জানুয়ারী ২০২৬ | ১৯ পৌষ ১৪৩২

বটিয়াঘাটায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বটিয়াঘাটা প্রতিনিধি |
১২:২৩ এ.এম | ০৩ জানুয়ারী ২০২৬


তিন তিন বারের সাবেক  প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা, আপোষহীন দেশ নেত্রী বিএনপি’র চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গতকাল শুক্রবার আছর বাদ বটিয়াঘাটা বাজার চত্বরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সদস্য সচিব খন্দকার ফারুক হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি ছিলেন খুলনা-১ আসনের বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমির এজাজ খান, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ মোঃ তৈয়েবুর রহমান ও মোঃ শামীম কবির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আশিকুজ্জামান আশিক, সাবেক বিএনপি নেতা খায়রুল ইসলাম খান জনি, বীর মুক্তি যোদ্ধা জিয়াউর রহমান (জিকু), কামরুল ইসলাম সিপার, সাইফুর রহমান, ওয়াহেদুজ্জামান, কারিমুল ইসলাম, রুহুল মোমেন লিটন, রাশেদ কামাল, জসীমউদ্দিন, আসাবুর রহমান হাওলাদার, আরাফাত হোসেন, গোলাম মোস্তফা, শেখ এনামুল, মোল্লা হামিদার রহমান, আবুল হোসেন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক আবুবকর সিদ্দিক নিরু, ব্রজেন ঢালী, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সি, কৃষক দলের আহবায়ক আবুল হোসেন তালুকদার, মহিলা দলের আহবায়ক রেহেনা আফরোজ সুইটি, আজমল হোসেন লিটন, জুবায়েরুল হক, মুক্তাদির রহমান টুটুল, সেলিম মোল্লা, নুর আলম ভূঁইয়া, কানিজ ফাতেমা, শেখ হেলাল, বাপ্পি খান, নাজমুল হোসেন, শফিক মোল্লা, বাদল হাওলাদার, হাফিজুর রহমান, জাহাঙ্গীর হাওলাদার, মোল্যা আসাদুজামান  প্রমুখ। আলোচোনা সভা শেষে মরহুমার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।