খুলনা | শনিবার | ০৩ জানুয়ারী ২০২৬ | ১৯ পৌষ ১৪৩২

খুলনা-৬ আসনে জাপাসহ দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

পাইকগাছা প্রতিনিধি |
১২:২৪ এ.এম | ০৩ জানুয়ারী ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদীয় আসনে ৬  প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার সকালে খুলনা  প্রাশাসক ও রিটানিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকারের কার্যালয়ে খুলনা-৬ আসনের ৬ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। এসময় জাতীয় পার্টির  প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী আছাদুল বিশ্বাসের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।  ঋণ খেলাপির কারণে জাপা  প্রার্থী এবং মনোনয়ন পত্রের সাথে নির্ধারিত ভোটার সংখ্যা দাখিল না করার কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয় বলে জানা গেছে। বর্তমানে এ আসনে ৪ বৈধ  প্রার্থী হলেন বিএনপি মনোনীত এস এম মনিরুল হাসান বাপ্পী, জামায়াতে ইসলামীর মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলনের মোঃ আছাদুল্লাহ ফকির ও  সিপিবি এড. প্রশান্ত কুমার মন্ডল।