খুলনা | শনিবার | ০৩ জানুয়ারী ২০২৬ | ১৯ পৌষ ১৪৩২

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপি’র বিদ্রোহী প্রার্থী আব্দুল ওয়াহেদ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২৫ এ.এম | ০৩ জানুয়ারী ২০২৬


সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে দলীয়  প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন বিএনপি’র বিদ্রোহী  প্রার্থী ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ। শুক্রবার শ্যামনগর মুক্তিযোদ্ধা সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে বিএনপি’র বিদ্রোহী  প্রার্থী আব্দুল ওয়াহেদ দলীয়  প্রাার্থী ড. মোঃ মনিরুজ্জামানের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় বিএনপি মনোনীত  প্রাার্থী ও জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান, জেলা সদস্য সোলাইমান কবির, ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, সাবেক বিএনপি নেতা আবুল কালাম মোড়ল, আইয়ুব আলীসহ শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাস্টার আব্দুল ওয়াহেদ বলেন তিনি দলীয় মনোনয়ন পাওয়ার আশায় শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছেন এবং মনোনয়নপত্রও জমা দেন। সা¤প্রতিক পরিস্থিতিতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং দলের সিদ্ধান্তের  প্রাতি সম্মান জানিয়ে স্বেচ্ছায় নিজের মনোনয়নপত্র  প্রাত্যাহার ও বিএনপি মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের নিয়ে মাঠে কাজ করার সিদ্ধান্ত নেন।
তিনি আরও জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের স্বার্থকে সবসময় অগ্রাধিকার দিয়েছেন এবং ভবিষ্যতেও দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না। একই সঙ্গে তিনি দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করার আহŸান জানান।
এদিকে বিদ্রোহী  প্রাার্থীর  প্রার্থিতা  প্রত্যাহারের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তাদের মতে, এতে নির্বাচনী মাঠে দলীয় শক্তি আরও সুসংহত হবে এবং ভোটের ফলাফলে ইতিবাচক  প্রভাব পড়বে। বিএনপি’র স্থানীয় নেতারা জানান, দীর্ঘদিন ধরে এই আসনে দলীয় ঐক্য রক্ষার বিষয়ে কেন্দ্র থেকে আলোচনা চলছিল। অবশেষে বিদ্রোহী  প্রার্থীর সরে দাঁড়ানোর ঘোষণার মধ্য দিয়ে সেই  প্রচেষ্টা সফল হয়েছে।