খুলনা | বুধবার | ০৭ জানুয়ারী ২০২৬ | ২৪ পৌষ ১৪৩২

বাগেরহাট-১ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

এস এস সাগর, চিতলমারী |
০৫:৩৮ পি.এম | ০৩ জানুয়ারী ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপি ও তথ্যগত গরমিলের কারণে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। শনিবার (০৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে এই যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় জেলা পুলিশ সুপার হাসান চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা আবু আনসার, সহকারি রিটার্নিং কর্মকর্তাগণসহ মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থী ও তাদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট-১ আসনে মনোনয়ন দাখিলকারী মোট ১১ জন প্রার্থীর কাগজপত্র পর্যালোচনা করা হয়। এর মধ্যে যাচাই-বাছাইয়ে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন-ঋণখেলাপের দায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুজিবর রহমান শামীম, ভোটার মিল না থাকায় স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান ও ঋণখেলাপি থাকায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী স. ম. গোলাম সরোয়ার।

বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত কপিল কৃষ্ণ মন্ডল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনতী প্রার্থী মো. মামুনুল হক, মুসলিম লীগ মনোনতী প্রার্থী এমডি সামসুল হক, বাংলাদেশ মুসলিম লীগ মনোনতী প্রার্থী আবু সবুর শেখ, এবি পার্টি মনোনতী প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম।

বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোঃ বাতেন বলেন, ‘এই জেলার চারটি সংসদীয় আসনে মোট ৩২ জন প্রার্থী মনোনয়পত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই প্রক্রিয়া নির্বাচন কমিশনের আইন ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ করা হয়েছে। ঋণ খেলাপি হওয়া এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় ভোটের তথ্যের গরমিল থাকায় পাঁচজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিলকৃত মনোনয়ন প্রার্থীরা নির্বাচন কমিশনে ৫ তারিখ থেকে আপিল করতে পারবেন।’