খুলনা | বুধবার | ০৭ জানুয়ারী ২০২৬ | ২৪ পৌষ ১৪৩২

রূপসায় আলমগীর কবির স্মৃতি ফুটবলে শহিদ মুনসুর স্মৃতি সংসদ ফাইনালে

রূপসা প্রতিনিধি |
০১:১৯ এ.এম | ০৪ জানুয়ারী ২০২৬


রূপসা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহিদ মনসুর স্মৃতি সংসদ আয়োজিত ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা গতকাল শনিবার বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। 
খেলায় অংশগ্রহণ করে স্বাগতিক শহিদ মুনসুর স্মৃতি সংসদ ও এসবি আলী ফুটবল একাদশ খুলনা। খেলায় আকর্ষণীয় খেলোয়াড় ছিলো শহিদ মুনসুর স্মৃতি সংসদের ৮নং জার্সি ফরেনার খেলোয়াড় চোখা। খেলার শুরু থেকেই মাঠে একক আধিপত্যে এসবি আলীকে ৩-০ গোলে হারিয়ে শহিদ মুনসুর ফাইনালে উঠার গৌরব অর্জন করে। খেলায় গোল তিনটি করে বিজয়ী দলের ৮ জার্সি পরিহিত খেলোয়াড় চোখা, ১০ নম্বর জার্সি পরিহিত সাইফুল­াহ এবং ৭ নম্বর জার্সি পরিহিত হৃদয়। 
খেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক বায়জিদ হোসেন বাচ্চুর স্পন্সরে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের হৃদয়। খেলা পরিচালনা করেন মোঃ নাজমুল ইসলাম, আজিজুর রহমান বাবলু, মোঃ সাইফুল ইসলাম। খেলায় ধারাভাষ্যে ছিলেন মুস্তাহিদুর রহমান মুক্ত। খেলা চলাকালীন সময়ে মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক বায়জিদ হোসেন বাচ্চু, খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ক্রীড়া সংগঠক আঃ রহমান, বিএনপি নেতা এসএম আঃ মালেক, খান আনোয়ার হোসেন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক মাফতুন আহম্মেদ রাজা, সৈয়দ নিয়ামত আলী, ক্রীড়া সংগঠক আলম শেখ, বাশির আহম্মেদ লালু, যুবদল নেতা মুন্না সরদার, সাইদুর রহমান জয়, ক্রীড়া সংগঠক আবুল কালাম, শাহাজাদা আলমগীর, বিপ্লব সরদার, আলী আকবর,  ইসরাইল বাবু, সাজ্জাদ হোসেন, মনির শেখ, শুভ গালিব, মোঃ ফরিদ শেখ, মাসুদুর রহমান, রবিউল ইসলাম, বাচ্চু বিশ্বাস, কামরুল শেখ, ফেরদৌস, জহির খান, তাহসিন প্রমুখ।