খুলনা | বৃহস্পতিবার | ০৮ জানুয়ারী ২০২৬ | ২৪ পৌষ ১৪৩২

এমইউজে ও বিএফইউজের সুস্থতা দোয়া কামনা

সিনিয়র সাংবাদিক আব্দুল খালেক আজীজী ব্রেন স্ট্রোকে আক্রান্ত, হাসপাতালে ভর্তি

খবর বিজ্ঞপ্তি |
০২:০২ এ.এম | ০৪ জানুয়ারী ২০২৬


মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এমইউজে খুলনার সাবেক সহ-সভাপতি দৈনিক জনবার্তা সম্পাদক আব্দুল খালেক আজীজী (৭২) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ব্রেন স্ট্রোক করেন। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আঙ্কাজনক। সিনিয়র এই সাংবাদিকের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।  
এমইউজে খুলনার সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজীর সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মোঃ রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মোঃ এরশাদ আলী ও কেএম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মোঃ জাকির হোসেন ও মুহাম্মদ আবু তৈয়ব, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন। 
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক আব্দুল খালেক আজীজীকে দ্রুত সুস্থতার নিয়ামাত দান করার জন্য আমরা দেশবাসী, শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কায়মনোবাক্যে দোয়া করার আহŸান জানাচ্ছি; আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থতার নিয়ামাত দান করেন আমীন।