খুলনা | বৃহস্পতিবার | ০৮ জানুয়ারী ২০২৬ | ২৪ পৌষ ১৪৩২

সকলের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হবে : পুলিশ সুপার

রূপসা প্রতিনিধি |
০২:০২ এ.এম | ০৪ জানুয়ারী ২০২৬


খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা নির্মূল করা যায় না, নিয়ন্ত্রণ করতে হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। এমন কোনো শক্তি নেই যারা নির্বাচন বানচাল করতে পারবে। আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার। তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করতে চায়। শুধু পুলিশের পক্ষে একা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। কোনো ধরনের গুজব, উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার বলেন আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি নাশকতা বা সহিংসতার চেষ্টা করে তবে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। 
তিনি গতকাল শনিবার সকালে রূপসা থানা প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম আল বেরুনি এবং অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন রূপসা থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর এবং সভা পরিচালনা করেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান। 
সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম- আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা বিএনপি’র সদস্য আছাফুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ লবিবুল ইসলাম, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, রূপসা প্রেসক্লাবের সিনিয়র  সহ-সভাপতি  কৃষ্ণ গোপাল সেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আসাদুজ্জামান, বিএনপি নেতা মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, রবিউল ইসলাম রবি, জামায়াতে ইসলামী নেতা মাওলানা ইসমাইল হোসেন, হাফেজ জাহাঙ্গীর ফকির, অধ্যাপক আসাদুজ্জামান, রূপসা বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মহিউদ্দিন শেখ, বীর মুক্তিযোদ্ধা তৈয়েবুর রহমান, প্রভাষক খান মেজবা উদ্দিন সেলিম, বিএনপি নেতা সাইফুল ইসলাম পাইক, আমিনুল ইসলাম তারেক, মাসুম বিল্লাহ, ফ. ম. মনিরুল ইসলাম, মুন্না সরদার, সমাজসেবক মহিউদ্দিন লিঠু, পূর্ব রূপসা বাগমারা বাজার বণিক সমিতির সভাপতি আরাফাত হোসাইন ও সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন।
এ সময় উপস্থিত ছিলেন থানা পুলিশের এসআই আশরাফুল আলম, নাজমুল হুদা, লাইজু, আঃ সাত্তার, ইমরান খান, প্রদীপ সরকার, খন্দকার ইমরান, সৌরভ দাস, ইসলামী আন্দোলন নেতা আব্দুল হাফেজ, মুসা লস্কর, মোঃ গোলাম কিবরিয়া, মোঃ আলামিন, ইসরাইল বাবু, খান ওলিয়ার রহমান, আসাদ পাইক, শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন নেতা হেলাল উদ্দিন শেখ, জামায়াতে ইসলামী নেতা হাফেজ সাইফুল ইসলাম, হাফেজ নেওয়াত কাজী, আঃ মান্নান, হাফেজ বশির আহম্মেদ, ছাত্র প্রতিনিধি তামিম হাসান লিয়ন, ফাহাদ গাজী, মুন্সী মনির, ইসলামী ফাউন্ডেশনের আঃ সালাম, আবুল কাশেম, ইমরান, সুজন শেখ, নাঈম রেজা, আকাশ খন্দকার প্রমুখ।