খুলনা | বুধবার | ০৭ জানুয়ারী ২০২৬ | ২৪ পৌষ ১৪৩২

খাদ্যের মজুদ সর্বোচ্চ, চালের দাম বাড়বে না: খাদ্য উপদেষ্টা

খবর প্রতিবেদন |
০২:১৬ পি.এম | ০৪ জানুয়ারী ২০২৬


ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতিকে বাইরে রেখে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, যেখানে কম দামে পণ্য পাওয়া যায়, সেখান থেকেই সরকার আমদানি করে। আজ রোববার (৪ জানুয়ারি) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন খাদ্য উপদেষ্টা।

আলী ইমাম মজুমদার জানান, গত বছর সরকার গঠন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের দাম বেড়েছিল, এ বছর খাদ্যের মজুদ সবচেয়ে বেশি, আশা করছি চালের দাম বাড়বে না।

খাদ্য উপদেষ্টা বলেছেন, বর্তমানে দেশের সরকারি গুদামে ২০ লাখ ২৭ হাজার টন খাদ্যশস্য মজুদ আছে। এছাড়া সরকারের ২৪ লাখ টন পর্যন্ত  খাদ্যশস্য মজুদ বাড়ানোর সক্ষমতা রয়েছে। আগামী বোরো মৌসুমেও প্রচুর ধান চাল সংগ্রহ করা হবে। চলতি আমন মৌসুমের সংগ্রহের হার ভালো।

খাদ্য উপদেষ্টা বলেন, গত ৫ বছরে তুলনায় এ বছর খাদ্যশস্য মজুত সবচেয়ে বেশি।

ভারত থেকে চাল আমদানি প্রসঙ্গে বলেন, ভারত থেকে চাল আমদানি স্বাভাবিক রয়েছে। এতে কোন রাজনৈতিক ইস্যু নেই। আমরা আমদানিতে কোন রাজনৈতিক ইস্যু দেখছিনা।