খুলনা | বুধবার | ০৭ জানুয়ারী ২০২৬ | ২৪ পৌষ ১৪৩২

‘কাভি খুশি কাভি গাম’-এর সিক্যুয়েল আসছে!

খবর বিনোদন |
০৪:২৯ পি.এম | ০৪ জানুয়ারী ২০২৬


নতুন বছর আরও একটি চমক নিয়ে ফিরছেন বলিউড পরিচালক করণ জোহর। আগেই শোনা গিয়েছিল তিনি একটি পারিবারিক ছবি বানাবেন। ছবিটা একটা আবেগঘন ফ্যামিলি ড্রামায় ভরপুর থাকবে। তবে কেউ আঁচ করতে পারেননি সেই সিনেমায় হচ্ছে ‘কাভি খুশি কাভি গাম’-এর সিক্যুয়েল।

পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, ‘রকি অর রানি কি প্রেম কাহানি’র মতো রোমান্টিক কমেডি করার পর করণ এখন তার পরবর্তী ছবিতে একটি পারিবারিক ড্রামা করার পরিকল্পনা করছেন।

ধর্ম প্রোডাকশনের ব্যানারে ছবিটি নির্মিত হবে। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে প্রি-প্রোডাকশন শুরু হবে এবং এই বছরের শেষের দিকেই শুটিং শেষ হবে বলে জানা গেছে। ছবিটিতে দু'জন নায়ক এবং দু'জন নায়িকা থাকবেন। কাস্টিংয়ের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ছবিটির নাম ‘কাভি খুশি কভি গাম ২’ হতে পারে, যদিও এখনও এই বিষয়ে কিছু নিশ্চিত ভাবে জানানো হয়নি। করণ জোহর বা ধর্ম প্রোডাকশনের পক্ষ থেকেও এই মুহূর্তে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

২৫ বছর আগে অর্থাৎ ২০০১ সালে মুক্তি পেয়েছিল করণের ব্লকবাস্টার হিট সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’। এবার এর পার্ট ২ নিয়েই কাজ শুরুর গুঞ্জন শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, করণ তার কর্মজীবনে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না কেহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’, ‘বোম্বে টকিজ’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘লাস্ট স্টোরিজ’ এবং শেষ ‘রকি এবং রানি কি প্রেম কাহিনী’ পরিচালনা করেছেন।