খুলনা | বৃহস্পতিবার | ০৮ জানুয়ারী ২০২৬ | ২৪ পৌষ ১৪৩২

রূপসায় খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা

রূপসা প্রতিনিধি |
১১:৪৪ পি.এম | ০৪ জানুয়ারী ২০২৬


সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় রূপসা উপজেলার তিলক কুদির বটতলা শ্মশান কালী মন্দিরের আয়োজনে প্রার্থনা সভা ও ধর্মগ্রন্থ পাঠ গত শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির সভাপতি রূপসা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্রর সভাপতিত্বে ধর্মগ্রন্থ পাঠ করেন মন্দিরের পুরোহিত পরিতোষ কুমার দত্ত। এসময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির তাপস কুমার দেব, দেব প্রসাদ পাল, প্রশান্ত সাহা, রাম শীল, মলয় ঘোষ, বিভাষ কুন্ডু, তমল দেব, রতন শীল, চৈতন্য, তন্ময়, সাধন পাল, পঞ্চা সাহা, বিধান কুন্ডু, বাধন দত্ত, হীরা দত্ত, সজল দত্ত, নিতাই কুমার শীল, মিলি রায় প্রমুখ।