খুলনা | বৃহস্পতিবার | ০৮ জানুয়ারী ২০২৬ | ২৪ পৌষ ১৪৩২

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রামপালের সূর্য শাহা বেকারিতে ১৫ হাজার টাকা জরিমানা

রামপাল প্রতিনিধি |
১১:৪৭ পি.এম | ০৪ জানুয়ারী ২০২৬


রামপাল উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে একটি বেকারি মালিককে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে পেড়িখালী বাজারে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে সূর্য সাহা বেকারির মালিক সূর্য সাহার বিরদ্ধে একটি মামলা দায়ের করা হয়। অভিযানে অভিযুক্ত প্রতিষ্ঠানে মোট ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে ভোক্তা অধিকার রক্ষা ও বাজারে ন্যায়সঙ্গত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।