খুলনা | বৃহস্পতিবার | ০৮ জানুয়ারী ২০২৬ | ২৪ পৌষ ১৪৩২

সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৫১ পি.এম | ০৪ জানুয়ারী ২০২৬


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জেলা বিএনপি’র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সদর উপজেলার আলিপুরে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলটি রূপ নেয় দলীয় নেতাকর্মীদের শক্ত প্রতিবাদী সমাবেশে।
জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আবুল হাসান হাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডবলু। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-২ আসনে  বিএনপি’র মনোনীত প্রার্থী ও সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুর রউফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র সাবেক আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সিনিয়র যুগ্ম-আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, যুগ্ম-আহবায়ক তাজকিন আহমেদ চিশতী, সাবেক সমন্বয়ক ও যুগ্ম-আহবায়ক মোঃ হাবিবুর রহমান হবি, সাবেক সহসভাপতি রফিকুল আলম বাবু, জেলা বিএনপি’র সদস্য প্রভাষক মোঃ আতাউর রহমান, এড. নুরুল ইসলাম, আব্দুল­াহ সিয়াম এবং আলিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন গণতন্ত্র হত্যা করে কেউ টিকে থাকতে পারে না। দেশ আজ চরম দুঃশাসন, ভোট ডাকাতি ও দমন-পীড়নের শিকার। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো নিরপেক্ষ নির্বাচন ও জনগণের সরকার প্রতিষ্ঠা। এসময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি’র সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।