খুলনা | বুধবার | ০৭ জানুয়ারী ২০২৬ | ২৪ পৌষ ১৪৩২

খুলনা বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক |
১২:২২ এ.এম | ০৫ জানুয়ারী ২০২৬


খুলনা বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন এবং ফেস্টুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শিক্ষা ও আইসিটি মোহাম্মদ নাজমুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ খুলনা বিভাগ, প্রকৌশলী মোঃ আওলাদ হোসেন। সভাপতিত্ব করেন খুলনা জেলা ক্রীড়া অফিসার মোঃ আলীমুজ্জামান।
উদ্বোধনী খেলায় চুড়াডাঙ্গা সরকারি কলেজ ২-১ গোলে খুলনা পাবলিক কলেজকে পরাজিত করে। উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় রাইচরণ তারিনী চরণ ডিগ্রী কলেজ ঝিনেদা ১-০গলে ডুমুরিয়া কলেজকে পরাজিত করে। দিনের তৃতীয় খেলায় চুয়াডাঙ্গা ডিগ্রী কলেজ ৫-১ গোলে উপশহর কলেজ যশোরকে পরাজিত করে। চতুর্থ খেলায় সাতক্ষীরা সরকারি কলেজ ১-০ গোলে আমঝুপি রাজনগর বারাদি কলেজ মেহেরপুরকে পরাজিত করে।