খুলনা | শনিবার | ১০ জানুয়ারী ২০২৬ | ২৬ পৌষ ১৪৩২

অস্ত্র ও গুলি উদ্ধার

সুন্দরবনে পর্যটক অপহরণের মূল হোতা মাসুম মৃধাসহ দুই দস্যু আটক

মোংলা প্রতিনিধি |
০২:১৭ পি.এম | ০৮ জানুয়ারী ২০২৬


সুন্দরবনে পর্যটক অপহরণের মূল হোতা দস্যু বাহিনীর প্রধান মাসুম মৃধা (২৩) সহ দুই বনদস্যুকে আটক করেছে মোংলা কোস্ট গার্ড। এসময় দস্যুতা কাজে ব্যবহৃত অস্ত্র, গুলি ও অপহরণকারীদের কাছ থেকে নেয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাতে সুন্দরবন সংলগ্ন ধনখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

কোস্ট গার্ড জানায়, ঢাকা থেকে কয়েকজন পর্যটক গত ২ জানুয়ারি সুন্দরবনের গোল কানন রিসোর্টে ওঠে। এদিন বিকালে রিসোর্ট মালিকসহ তারা ৬ জন বনের নদীতে ভ্রমনে গেলে বনের কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের বোটটি পৌছালে ডাকাত মাসুম বাহিনী তাদের অপহরণ করে। প্রায় ৩ ঘন্টা পর দুই নারী পর্যটকসহ ৪ জনকে ফেরত দিয়ে বাকি দুইজন পর্যটকসহ গোল কানন রিসোর্টের মালিককে জিম্মি করে তাদের হেফাজতে নেয় এবং মোটা অংকের টাকা মুক্তিপণ দাবি করে। রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করলে কোস্ট গার্ড, র্যাব ও পুলিশ যৌথ ফিনান্সিয়াল ট্রেসিং ব্যবহার করে টানা ৪৮ ঘণ্টা অভিযানের পর জিম্মিকৃত পর্যটক ও রিসোর্ট মালিককে উদ্ধার করে। এসময় এ অপহরণরর সাথে সংশ্লিষ্ট এক নারীসহ ৬ জন দস্যুকে আটক করা হয়।

পরে তাদের মুল অধিনায়ক দস্যু বাহিনীর প্রধান মাসুম মৃধাকে গ্রেফতারের অভিযানে নামে যৌথ বাহিনী। ৭ জানুয়ারী বুধবার রাতে বাহিনীর প্রধান মাসুম সহ দুইজনকে আটক করা হয়।

এ সময় তার দেয়া তথ্য অনুযায়ী সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় ওয়ান শুটার পাইপগান, আট রাউন্ড তাজা কার্তুজ, চার রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, দুটি দেশীয় কুড়াল, একটি দা, একটি স্টিল পাইপ ও  মাদক সেবনের সরঞ্জাম সহ বিভিন্ন মালামাল উদ্ধার করে কোস্ট গার্ড।

এছাড়াও জিম্মি পর্যটকদের পাঁচটি মোবাইল ফোন এবং একটি হাতঘড়িও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত এবং জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান কোস্টগার্ড পশ্চিমক জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা মো: আবরার হাসান বলেন, ঢাকা থেকে সুন্দরবনের সৌন্দার্য দেখতে আসা দুই পর্যটকসহ ৩ জনকে অপহরণ করছে এমন খবর আসে কোস্ট গার্ডের কাছে। পরে প্রশাসনের সমন্বয়ে যৌথ বাহিনী দস্যুদের গ্রেফতার করতে অভিযানে নামে। ৪৮ ঘন্টার মধ্যে ৩ পর্যটককে উদ্ধার এবং এর সাথে জড়িত ৬ জনকে আটক করা হয়। পরে বাহিনীর প্রধান সহ দুই জনকে অস্ত্র সহ আটক করা হলো। সুন্দরবনের সম্পদ ও দস্যু দমনে কোস্ট গার্ডের অভিযান চলমান আছে।