খুলনা | রবিবার | ১১ জানুয়ারী ২০২৬ | ২৭ পৌষ ১৪৩২

জাতীয় স্কুল মাদ্রাসা শীতকালীন খেলাধুলায় নৌবাহিনী স্কুল এন্ড কলেজের সাফল্য

ক্রীড়া প্রতিবেদক |
১২:১৩ এ.এম | ০৯ জানুয়ারী ২০২৬


৪৪ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ‘খ জোনের’ খেলাধুলায় বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনা অভাবনীয় সফলতা পেয়েছে। বুধবার দিনব্যপি সরকারি দৌলতপুর মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
বাস্কেটবল (ছাত্র) প্রতিযোগিতায় খুলনা পাবলিক কলেজকে ৪৬-চার পয়েন্টে পরাজিত করে নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনা চ্যাম্পিয়ন হয়। এছাড়া বাস্কেটবল ছাত্রী, হকি ছাত্র, টেবিল টেনিস ছাত্রী একক ও দ্বৈত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে উন্নীত হয়েছে। ব্যাডমিন্টন ছাত্র এককে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া এ্যাটলেটিক্স প্রতিযোগিতায় গোলক নিক্ষেপ বালিকা প্রথম, চাকতি নিক্ষেপ বালিকা প্রথম, বর্ষা নিক্ষেপ বালক দ্বিতীয়, গোলক নিক্ষেপ বালক প্রথম ও দড়ি লাফ বালিকা প্রতিযোগিতায় নৌবাহিনী স্কুল এন্ড কলেজ প্রথম স্থান অধিকার করেছে। 
বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন মাউশি খুলনা বিভাগীয় পরিচালক ডক্টর আনিস আর রেজা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ ছায়েদুল রহমান ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মিসেস রোমানাই ইয়াসমিন। সভাপতিত্ব করেন সরকারি দৌলতপুর মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ারদার।