খুলনা | রবিবার | ১১ জানুয়ারী ২০২৬ | ২৮ পৌষ ১৪৩২

সাতক্ষীরায় শহিদ ওসমান হাদি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:১৩ এ.এম | ০৯ জানুয়ারী ২০২৬


সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে শহিদ শরীফ ওসমান হাদীর স্বরণে ক্রিকেট লায়ন্স একাডেমি ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর উদ্যোগে শহিদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট -২০২৬ এর উদ্বোধন হয়েছে। ক্রিকেট লায়ন্স একাডেমি ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের যৌথ উদ্যেগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল বিপিএম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল হাশেম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মুঃ মাসুদুর রহমান, পিপিএম।
ছাত্রসংগঠনগুলোর মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাতক্ষীরা জেলা সদস্য সচিব শাহিন ইসলাম, ইসলামি ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি মুঃ আল মামুন, বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহ্বায়ক আরাফাত হোসেন, ইসলামি ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি আব্দুল মুকিত, জেলা  ছাত্রদলের অর্ঘ্য বিন জুয়েল, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক হাসিবুল ইসলাম রুমিন, আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা আহ্বায়ক আক্তারুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।