খুলনা | শনিবার | ১০ জানুয়ারী ২০২৬ | ২৭ পৌষ ১৪৩২

কুয়েটে ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক |
১২:১৬ এ.এম | ০৯ জানুয়ারী ২০২৬


উৎসবমুখর পরিবেশে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রথমবারের মতো শুরু হয়েছে ‘শাহ্ সিমেন্ট-কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্নামেন্ট-২০২৬’। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।  পরিচালক (ছাত্র কল্যাণ) কার্যালয়ের আয়োজনে এবং শাহ্ সিমেন্টের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ এবং সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি এম ইকরামুল হক। এবারের টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের মোট ১৬টি বিভাগ ৪টি গ্র“পে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে বৃহস্পতিবার মোট ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়।