খুলনা | রবিবার | ১১ জানুয়ারী ২০২৬ | ২৮ পৌষ ১৪৩২

ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ : বিসিবি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক |
১১:৪২ পি.এম | ১০ জানুয়ারী ২০২৬


মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় কঠোর পদক্ষেপ নিয়েছে বিসিবি। ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আইসিসিকে। নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দুই বার আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এই সিদ্ধান্তেই বাংলাদেশ অনড় আছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যে একাধিকবার আইসিসিকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচগুলো যেন ভারত নয়, শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এই দাবি করা হয়েছে। পাশাপাশি বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, এটি এখন ‘জাতীয় মর্যাদার’ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এদিকে বিসিবি থেকে দুই দফা চিঠি পাঠানো হলেও এখনো আইসিসি থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শেষ পর্যন্ত আইসিসি ভেন্যু পরিবর্তন করবে কি না, যদি ভারতেই বিশ্বকাপ খেলতে হয় তাহলে বাংলাদেশ সে সিদ্ধান্ত মেনে টুর্নামেন্টে অংশ নিবে কি না এসব বিষয়ে প্রশ্ন জাগছে ক্রিকেটপ্রেমীদের মনে।

এসব প্রশ্নই আজ করা হয়েছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। সেখানে গণমাধ্যমে বুলবুল জানিয়েছেন, ভারতে না খেলার সিদ্ধান্তে এখনো অনড় বিসিবি। আগামী সোমবার-মঙ্গলবারের মধ্যে আইসিসি থেকে উত্তর পাওয়া যেতে পারে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, আমরা এখনো আমাদের দেওয়া চিঠির কোনও উত্তর পাইনি। তবে আমাদের যা যা জানানোর দরকার তা আমরা জানিয়েছি। দেশের স্বার্থে আপস না করার সিদ্ধান্তে অনড় থাকবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না। সরকারের আদেশ, সরকারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিব। আমরা যেখানে দাড়িয়েছিলাম, এখনো সেখানেই আছি।

যদি শেষ পর্যন্ত বিশ্বকাপের ভেন্যু স্থানান্তরিত না করা হয়, তাহলে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি না, এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেন, আইসিসি থেকে চিঠি না পাওয়া পর্যন্ত এই মুহূর্তে কিছুই বলতে পারছি না।