খুলনা | রবিবার | ১১ জানুয়ারী ২০২৬ | ২৮ পৌষ ১৪৩২

দলের নেতৃত্বে যুগান্তকারী অধ্যায়ে চেয়ারম্যান তারেক রহমান : মহানগর বিএনপি

খবর বিজ্ঞপ্তি |
০২:০৮ এ.এম | ১১ জানুয়ারী ২০২৬


মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, তারেক রহমানের সুযোগ্য, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে আবারও গণতন্ত্রের স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে। তাঁর নেতৃত্বেই গড়ে উঠবে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ। কারণ বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে প্রতিক‚ল পরিস্থিতির মধ্যেও তিনি আপসহীন নেতৃত্ব দিয়ে বিএনপিকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সুসংগঠিত করেছেন।
গতকাল শনিবার বিবৃতিতে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছে মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ এসব কথা বলেন। বিএনপির মতো দেশের বৃহৎ, ঐতিহ্যবাহী ও গণমানুষের রাজনৈতিক দলের পূর্ণ চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ একটি ঐতিহাসিক ও যুগান্তকারী ঘটনা। এ দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিএনপি’র নেতৃত্বে এক নতুন প্রত্যয়ের সূচনা হলো, যা গণতন্ত্রকামী মানুষের আশা-আকাক্সক্ষাকে আরও শক্তিশালী করবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, জাতীয়তাবাদের আদর্শে অবিচল থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের সাহসী ভ‚মিকা ও দেশপ্রেম আজ সর্বজনবিদিত। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি কখনো মাথানত করেননি। বরং দেশ-বিদেশে অবস্থান করেও দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বিএনপি’র গঠনতন্ত্র মোতাবেক দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এটি শুধু একটি সাংগঠনিক সিদ্ধান্ত নয়, বরং গণমানুষের প্রত্যাশার প্রতিফলন। তারেক রহমান হলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি। পরিবার থেকেই তিনি রাজনীতির আদর্শ, শৃঙ্খলা ও ত্যাগের শিক্ষা লাভ করেছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শিতার সমন্বয়ে তাঁর নেতৃত্ব বিএনপিকে আরও শক্ত ভিতের ওপর দাঁড় করাবে। 
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশে তারেক রহমান তাঁর অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বিএনপিকে আরও সুসংহত করবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে দল ও দেশকে সঠিক পথে এগিয়ে নেবেন-এ বিশ্বাস আমাদের অটুট। খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানোসহ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল, মহানগর সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ।