খুলনা | রবিবার | ১৮ জানুয়ারী ২০২৬ | ৫ মাঘ ১৪৩২

টিসিএল জাতীয় যুব পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

জয় পেলো যশোর ও কুষ্টিয়াসহ পাঁচ জেলা

ক্রীড়া প্রতিবেদক |
১২:৩০ এ.এম | ১২ জানুয়ারী ২০২৬


রোববার থেকে পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে টিসিএল জাতীয় যুব পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা। প্রথম দিনে জয় পেয়েছে যশোর, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা, পঞ্চগড় ও ফরিদপুর। দিনের প্রথম ম্যাচে চাঁপাইনবাবগঞ্জ ৪০-১১ গোলে হারিয়েছে মাদারীপুর জেলাকে। প্রথমার্ধে জয়ী দল ২৩-৪ গোলে এগিয়ে ছিল। দিনের অন্য ম্যাচে ঢাকা ৪৩-১২ গোলে নড়াইলকে হারিয়েছে। প্রথমার্ধে ২২-৫ গোলে এগিয়ে ছিল ঢাকা। পরের ম্যাচে যশোর ৩৭-২৮ গোলে হারিয়েছে জামালপুরকে। প্রথমার্ধে দুই দলই ১৩-১৩ গোলে সমতায় ছিল। কুষ্টিয়া ৩৩-২৩ গোলে হারিয়েছে ময়মনসিংহকে। প্রথমার্ধে জয়ী দল ১৫-৮ গোলে এগিয়ে ছিল। মাদারীপুরের বিপক্ষে একপেশে লড়াইয়ে জয় পেয়েছে পঞ্চগড়। এই ম্যাচে পঞ্চগড় ৩৫-৬ গোলে হারায় মাদারীপুরকে। প্রথমার্ধে ১৯-৫ গোলে এগিয়ে ছিল পঞ্চগড়। দিনের শেষ ম্যাচে ফরিদপুর ৩৫-২৭ গোলে হারিয়েছে নড়াইলকে। প্রথমার্ধে ১৫-১০ গোলে এগিয়ে ছিল ফরিদপুর। এবারের প্রতিযোগিতায় দুই গ্র“পে ভাগ হয়ে খেলছে দশটি জেলা। ‘ক’ গ্র“পে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, পঞ্চগড়, কুষ্টিয়া ও মাদারীপুর জেলা। ‘খ’ গ্র“পে ঢাকা, যশোর, ফরিদপুর, জামালপুর ও নড়াইল জেলা। দুই গ্র“পের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নিয়ে হবে সেমিফাইনাল। ফাইনাল ১৫ জানুয়ারি।