খুলনা | রবিবার | ১৮ জানুয়ারী ২০২৬ | ৫ মাঘ ১৪৩২

বিভিন্ন ক্লাবের শোক

কৃতি ফুটবলার সাকিলের ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি |
১২:৩০ এ.এম | ১২ জানুয়ারী ২০২৬


খুলনা জেলা ফুটবল দল ও খুলনা ব্রাদার্স ইউনিয়নের কৃতি ফুটবলার সাকিল আহমেদ (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল­াহর এবং আল­াহর কাছেই ফিরে যাবো)। শনিবার  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। সাকিল পশ্চিম বানিয়াখামার বিহারী কলোনী মোড়ের মরহুম মমতাজ আহমেদের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। 
রোববার সকাল ১০টায় বিহারী কলোনী মোড়স্থ নূরানীয়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা শেষে তাকে বসুপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। 
সাকিল আহমেদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন, ব্রাদার্স ইউনিয়ন, সোনালী অতীত ক্লাব, ইয়ং বয়েজ ক্লাব, মুক্তবাংলা সংস্থা, কসমস একাদশ, লিটন স্মৃতি সংসদ, এসবিআলী ফুটবল একাডেমিসহ বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংগঠন।